শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
১০/০৬/২০২৪ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর জেলার শ্রীবরদি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আল-আমীন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স আল-আমীন ব্রিকস-২ নামক অবৈধ ইটভাটাকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয় এবং মেসার্স ফাতেমা ব্রিকস নামক অবৈধ ইটভাটাটির চিমনীসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্টের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শ্রীবরদি থানা পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।