শিরোনাম
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত
বিস্তারিত
০৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ লংঘনের দায়ে শেরপুর জেলার সদর উপজেলার খরমপুর ও নতুন বাস টার্মিনাল এলাকায় ০২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন যথাক্রমে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ ও জি এম এ মুনীব মহোদয়।
০২টি মোবাইল কোর্টে ০৬(ছয়) জন ব্যক্তিকে মোট ৬৫০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টদ্বয়ে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস। এছাড়াও বায়ুদূষণ বিধিমালা ২০২২ লঙ্ঘনের জন্য বিভিন্ন ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করা হয়।