শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
আজ ৩১ জুলাই, ২০২২ খ্রিঃ তারিখ রবিবার শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, শেরপুর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি দোকান থেকে পলিথিন জব্দ করে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব নয়ন কুমার রায়।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।