শিরোনাম
সিংগেল ইউজ প্লাস্টিক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
০৫ জুন ২০২৩ তারিখ পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শেরপুর জেলার সদর উপজেলার গোয়ালপট্টি এলাকায় প্লাস্টিক দূষণের অন্যতম উৎস নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজারজাত করণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩,০০০/-(তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা ।
শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানাউল মোর্শেদ মহোদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।