Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ উদযাপন
বিস্তারিত
“সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এর স্লোগানে ২৬/০৪/২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহায়তায়  ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ উদযাপন করা হয়। উদযাপনের অংশ হিসেবে সকাল ১০:৩০ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালি শেষে সকাল ১১:০০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের তুলসীমালা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেরপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুকতাদিরুল আহমেদ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ ফকরুজ্জামান জুয়েল মহোদয়, শেরপুরের সিভিল সার্জন জনাব ডাঃ অনুপম ভট্টাচার্য্য মহোদয় এবং শেরপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন মহোদয়। আলোচনা সভায় শব্দ সচেতনা বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে Power Point Presentation প্রদান করা হয়। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধানগণ, তাঁদের প্রতিনিধি, শেরপুর জেলার বাস ট্রাক মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্টেকহোল্ডারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আল মাহমুদ মহোদয়। পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস এর সঞ্চালনায়  আলোচনা সভায় আগত অতিথিগণ শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক, শব্দ দূষণরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

পরবর্তীতে বেলা ৩:০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শব্দ দূষণ রোধকল্পে শব্দ দূষণের অন্যতম উৎস অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ মহোদয়। মোবাইল কোর্টে ০৮ (আট) জন ব্যক্তিকে মোট ৭৫০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।

সবশেষ বেলা ৪:৩০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করা হয়।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
27/04/2023
আর্কাইভ তারিখ
30/04/2024