শেরপুর জেলার স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আজ ১৩ মার্চ সোমবার ১০ টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সোমেশ্বরী সম্মেলনকক্ষে স্থানীয় চাউল কল মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাসের উপস্থাপনায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল–মাহমুদ। তিনি বলেন বর্তমানে সারাদেশে চাউল কলগুলো বিভিন্নভাবে পরিবেশ দূষণ করে চলেছে। হাইকোর্ট বিভাগের নির্দেশনা সমুহ চাউল কলের দূষণ প্রতিরোধে সহায়ক হবে বলে প্রতীয়মান হয়। হাইকোর্টের নির্দেশনা সমূহ আপনার অনুমোদনাধী চাউল কল গুলোতে বাস্তবায়নের জন্য অনুরোধ করে। সে সময় বক্তব্য রাখেন শেরপুর জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামিম হোসেন, জিহান অটো রাইস মিলের প্রতিনিধি আরিফ হোসেন, সহ প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস