Title
Operation of mobile court against illegal brick kilns
Details
অদ্য ২৮/১২/২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এর উপ পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবেল মাহমুদ মহোদয়ের নেতৃত্বে শেরপুর জেলার সদর উপজেলার মোবারকপুরে ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ০৬ (ছয়) টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমাট ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। উক্ত ইটভাটাগুলোর মধ্যে দুটি ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আল মাহমুদ এর সার্বিক নির্দেশনায় মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাদীউল ইসলাম, উচ্চমান সহকারী মো: রফিকুল ইসলাম ও শেরপুর জেলা কার্যালয়ের ল্যাব এটেন্ডেন্ট মোহাম্মদ জিন্নাহ। মোবাইল কোর্টের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শেরপুর জেলা পুলিশ ও শ্রীবরদী থানা পুলিশের পক্ষ হতে সহায়তা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।