Title
শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত
Details
গত ০৭/০২/২০২৩ খ্রিঃ তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে শেরপুর জেলার সদর উপজেলার বাগরাকসা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ মহোদয়।
মোবাইল কোর্টে ০৫ টি গাড়িকে মোট ৪৫০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে
উপস্থিত ছিলেন শেরপুর জেলা কার্যালয়ের সরকারী পরিচালক জনাব মোহাম্মদ আল-মাহমুদ ও ল্যাব এ্যাটেডেন্ট জবাব মোহাম্মদ জিন্নাহ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।
এছাড়াও বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধিমালা লংঘনের দায়ে একটি নির্মাণাধীন বিল্ডিং এর সত্ত্বাধিকারীকে নির্মাণ সামগ্রী ফুটপাতে উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে সতর্ক করা হয়।