২৬/০৪/২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শব্দ দূষণ রোধকল্পে শব্দ দূষণের অন্যতম উৎস অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যহারকারীদের বিরুদ্ধে অস্টমীতমা নতুন টার্মিনাল সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ মহোদয়। মোবাইল কোর্টে ০৮ (আট) জন ব্যক্তিকে মোট ৭৫০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS